বিগত সফরে আমরা দেখে এসেছিলাম আমাদের ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অনেক মক্তবের বাচ্চারা কায়দা/কুরআন রাখার রেহাল নেই। তাই এবারের নীলফামারীর সফরে যাবার অন্যতম একটা উদ্দেশ্য ছিল এতিম ও একদম দরিদ্র বাচ্চাদের মাঝে রেহাল বিতরণ করা। আলহামদুলিল্লাহ বেছে বেছে এতিম/দরিদ্র বাচ্চাদের রেহালগুলো উপহার দেয়া হয়েছে।