সাব'আ সানাবিল মক্তব

সাব'আ সানাবিল মক্তব


৪০-৫০টি বাচ্চা আর তার মাঝে পড়ে যাচ্ছে এক বয়ষ্ক চাচা। আমাদের এক ভাই যখন বিভিন্ন বাচ্চাদের কাছ থেকে পড়া শুনছিলেন তখন এই চাচা নিজেই আমাদের কে তার পড়া শুনাতে চাইলেন। প্রত্যন্ত এলাকার এই সাহসী মানুষগুলোই আমাদের কাজ করার প্রেরণা যোগায়।