যাকাতের টাকায় নতুন এই অটোরিকশা আজকে reverted এই মুসলিম ভাইকে দেয়া হয়েছে স্বাবলম্বীকরণের জন্য। ভাইটি ইসলাম গ্রহণের পর তার প্রথম স্ত্রী ইসলাম না গ্রহণ করায় তাকে ছেড়ে দেন এবং নতুন করে আবার বিবাহ করেন এবং সেখানে উনার ২জন সন্তান আছে। সম্পদ থেকে বঞ্চিত হওয়াতে ছোট্ট এক ব্যবসা করেন কিন্তু বাকিতে বাকিতে সেখানেও লস। তাই অনেকদিন যাবত আমাদের কাছে একটা অটোরিকশার আবেদন করছিলেন। আলহামদুলিল্লাহ : ১লাখ ২০ হাজার টাকা দিয়ে এই অটো রিকশাটি কিনে দেয়া হয়েছে ।