নেত্রকোনার ত্রান বিতরনের আপডেট:

নেত্রকোনার ত্রান বিতরনের আপডেট:


গতকাল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচগাও এলাকায় সাব’আ সানাবিল ফাউন্ডেশন কর্তৃক ত্রাণ বিতরণ করা হয়েছে। স্থানীয় বাজারে শুকনা খাবারের স্টক ছিল না। সড়ক ভেঙ্গে যাওয়াতে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাথীরা ট্রলার দিয়ে উপজেলা থেকে বাজার করে আসতে আসতে দুপুর পেড়িয়ে যায়। তারপর সেগুলো প্যাকিং করে বিতরণের স্পটে নিয়ে যেতে প্রায় সন্ধা হয়ে যায়। বিদ্যুৎ সিস্টেম বন্ধ ছিল। অন্ধকার হয়ে গিয়েছিল যার কারণে ছবি বা ভিডিও তেমন করা সম্ভব হয়নি। রাতে ৩০ টি প্যাকেজ বিতরণ করা সম্ভব হয়নি। এগুলো সকালে দেওয়া হয়েছে। আনন্দের খবর হচ্ছে পাহাড়ী পানি এখন কমে গেছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের ঘরবাড়ি ক্ষতি হয়েছে। ঘর বাড়িতে রান্নার আয়োজন করতে আরও কিছু সময় লাগবে। এই মুহুর্তে শুকনা খাবারগুলো তাদের জন্য যেন বিশাল নিয়ামত। মোট ৩৬০টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ টি পরিবার খ্রিষ্টান ছিল। ত্রাণ বিতরনের সময় নেত্রকোনার জেলার অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেন যারা তারা উপস্থিত ছিল। অমুসলিমদের সাথে উত্তম আচরণ করা হয়েছে। আশা করছি ভবিষ্যতে তাদেরকে দাওয়াত দিতে এই ত্রাণ বিতরণ অনেকটা পজিটিবলি কাজ করবে।