সিলেটের বন্যায় আক্রান্ত পরিবারের পুনর্বাসন কার্যক্

সিলেটের বন্যায় আক্রান্ত পরিবারের পুনর্বাসন কার্যক্


ফেনী, নোয়াখালী, কুমিল্লার পাশাপাশি আমরা সবাই জানি সিলেটেও এ বছর ২০২৪ সালে মোট ৪বার বন্যা আঘাত হেনেছে। তাই সিলেটেও আমাদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ টি ঘর মেরামত করে দেয়া হয়েছে। আর ও অনেকের পুনর্বাসনের কাজ চলমান আলহামদুলিল্লাহ। এখানে ঘরগুলো মেরামতের আগের ও পরের অবস্থা দেয়া হয়েছে। দুয়াতে সামিল রাখবেন ইন শা আল্লাহ। #SylhetFloodUpdate #SabaSanabil