একমাত্র ছেলেকে নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন ছিল। কে জানতো তাকে নির্মমভাবে হ*ত্যা করা হবে? বলছিলাম সদ্য এসএসসি পরীক্ষা দেয়া বিপ্লব হাসান (১৮) এর কথা। প্রতিষ্ঠান - মোজাফফর আলী ফকির স্কুল এন্ড কলেজ, কলতাপাড়া, গৌরিপুর, ময়মনসিংহ প্রথম দিকে যারা শহীদ হয় তাদের মধ্যে বিপ্লব অন্যতম। গত ২০ জুলাই শনিবার সকাল, কলতাপাড়া বাজারে ছাত্রদের মিছিল চলছিল। একপর্যায়ে পুলিশ তাকে পায়ের নিচে বুট দিয়ে চেপে ধরে গু*লি করে। আর তথ্য মতে সে মিছিলের সামনে ছিল, তখন গু*লি করে। তার ঘাড়ে একটি গু*লি, মাথায় এবং পিঠে একটি গুলি করে। যে রক্তের বিনিময়ে আমরা এ বিজয় পেয়েছি এটা যেন বৃথা না যায়। আল্লাহ তায়ালা যেন এ মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে। এ রক্তের সাথে যেন কখনও বেঈমানী করা না হয়। ..... সাব'আ সানাবিল ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রজেক্ট ''বিনির্মাণ বাংলাদেশ ২.০" এর আওতায় শহীদী পরিবারগুলোর মাঝে সাবলম্বীকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেহেতু বিল্পবের বাবা অটোরিকশা গ্যারেজে কাজ করতো তাই উনাকে অটোরিকশা ক্রয় করে দেয়া হয়। এতে আমাদের খরচ - 133900/- টাকা। আরও চারটি পরিবারের আপডেট সামনে দেয়া হবে ইনশা আল্লাহ। এ প্রজেক্টে আমাদের ফান্ডে জমা ছিল - ৪ লক্ষ ৮৪ হাজার টাকা। কার্যক্রম চলমান... #DF80 #Update #BinirmanBangladesh #SabaSanabil