বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ভাইদের পরিবা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ভাইদের পরিবা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভাইদের পরিবারের জন্য আমরা কিছু জিনিস ক্রয় করছি যাতে এই পরিবারগুলো স্বাবলম্বী হতে পারে ইন শা আল্লাহ। এছাড়া আরো কিছু পরিবারের তথ্য সংগ্রহের কাজ চলছে যাতে তাদের জন্য কিছু করা সম্ভব হয় ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ৫টি শহীদ পরিবারের স্বাবলম্বী করার চেষ্টা চলছে যার মধ্যে ২ জন হাফেজ, একজন মাওলানা ও ২ টি অসহায় পরিবার রয়েছে। এই প্রজেক্টে আমাদের কাছে সর্বমোট জমা হয়েছিল ৪ লাখ ৮৪ হাজার টাকা। নোট: আপনাদের পরিচিত কোন ভাই বোন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কিংবা নিহত হয়ে থাকে তাহলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব এই পরিবারগুলোকে স্বাবলম্বী করার ইনশাআল্লাহ। যাকাতের উপযুক্ত পরিবারগুলোকে যাকাতের অর্থের মাধ্যমে স্বাবলম্বী করা হবে ইনশাআল্লাহ। #বৈষম্য_বিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন #শহীদ_পরিবার #DF80