সিলেটের একজন বড় আলেম যিনি আট জন সন্তান রেখে কিছুদিন আগে মারা গিয়েছেন। তাদের নিজেদের কোন থাকার ঘর ছিল না, শুধু একটা জমি ছিল। আলহামদুলিল্লাহ কিছু ভাইয়ের সহযোগিতা Sab'a Sanabil Foundation এর তত্ত্বাবধানে এই এতিম পরিবারটির জন্য ঘরটি নির্মাণ করে দেয়া হয়েছে। ঘটে চারপাশ খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। কমেন্ট সেকশনে একটি ভিডিও দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন। ঘরগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।