২০০+ বন্যার্তদের মাঝে প্রাথমিক চিকিতসা সেবা।

২০০+ বন্যার্তদের মাঝে প্রাথমিক চিকিতসা সেবা।


#Update ১) দাগনভূইয়া সিলোনিয়া বাজার এলাকায় স্থাপিত মেডিকেল ক্যাম্প থেকে প্রায় ২০০+ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে পেরেছি। আমরা তাদের মধ্যে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি বণ্টন করেছি। আমরা এর বাইরেও পুরো এলাকা খুঁজে এমন সব মানুষদের বের করেছি, যাদের মেডিকেল সাহায্য প্রয়োজন এবং সাধ্যমতো সহায়তা করেছি। আপনারা যারা টিম পাঠাচ্ছেন, তারা দয়া করে ভিতরের দিকেও টিম পাঠাবেন। এখানে অসংখ্য মানুষের সাহায্য প্রয়োজন।‌ ২) আমাদের দ্বিতীয় টিম পরশুরাম উপজেলায় ত্রাণকাজের জন্য বের হয়ে রাত হয়ে যাওয়ায় সেখানেই অবস্থান করছে। কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকালও এই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে বিতরণ করা হবে ইনশা আল্লাহ। ৩) আমাদের আরেকটি টিমের তত্ত্বাবধানে দাগনভূইয়ার দরবেশহাটে খাবারের আয়োজন করা হয়েছে।