কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় সাব'আ সানাবিল ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিভিন্ন মকতব এবং মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মাসিক মাশওয়ারা। প্রতি মাসে সাব'আ সানাবিল ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মকতব মাদ্রাসার শিক্ষকদের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চাদের হাটে 'সাব'আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সে' ডাকা হয়।