প্রায় ১০টন ত্রাণবাহী ট্রাক বন্যায় আক্রান্ত ভাই বোনদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌছানোর কাজ চলছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মেডক্যাল টিম নিয়ে এসেছে সাব'আ সানাবিল ও ছোট ভাইদের একটি দল "মশাল আলো"। রাতে সর্বোচ্চ ২-৩ ঘন্টা ঘুম। আবার কাজ। আল্লাহ আপনাদের সবার সাদাকাহ কবুল করুক। আগামীকাল আর ও বড় পরিসরে কাজ চলবে ইন শা আল্লাহ। আপনি ও যুক্ত হতে পারেন এই কাফেলায় ইন শা আল্লাহ। check comment section