ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে তীব্র স্রোতে বন্যার পানি যাওয়ার কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতেকরে চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে অনেক মানুষ পায়ে হেঁটে ফেনীর দিকে আসতেছে। এমন পায়ে হাঁটা মানুষদের জন্য আমরা ফেনীর লালপোলে বিস্কুট এবং কেক দিয়ে সামান্য নাস্তার ব্যবস্থা করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান পানি তীব্র স্রোতের সাথে যাচ্ছে। *আপডেট: আজ রাত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে খুবই ধীরগতিতে যানবাহন চলতে দেখা যাচ্ছে। এবং রাস্তার উপরের পানি কিছুটা কমতে শুরু করেছে। যদি বৃহত্তম ফেনী অঞ্চলের অনেকাংশ এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। #df81 #feniflood24