আমাদের আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত সবাইকে রাতের খাবা

আমাদের আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত সবাইকে রাতের খাবা


আমাদের আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত সবাইকে রাতের খাবার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সাব'আ সানাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আশ্রয়য়ন কেন্দ্রে অবস্থানরত সবাইকে প্রতিদিন তিন বেলা খাবার দেওয়া হবে ইন শা আল্লাহ। যতদিন পর্যন্ত বন্যার্তরা অবস্থান করে। আজকের রাতের খাওয়ার আয়োজনে আমাদের সাথে আরেকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে উত্তম বিনিময় দান করুক। ফেনীর মহিপালে আনসার ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন স্টার লাইন হাসপাতালের ১৫তলা বিল্ডিংকে সাময়িক আশ্রয়ন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।। এখানে মহিলাদেরকে সম্পূর্ণ নিরাপত্তার সাথে রুমের ভিতরে যায়গা দেওয়া হয়েছে। এবং পুরুষরা করিডোরে অবস্থান করছেন। #flood24 #feniflood #SabaSanabil #df81