শুধুমাত্র একটা দেশের নাম উল্লেখ করেছিলাম বলে আমাদের আগের পোস্টের রিচ এত কমে গিয়েছিল যে সেই পোস্টে মাত্র ১২টি রিয়েকশন আসে। তাই কোন স্থানের নাম উল্লেখ না করেই আপনাদের কিছু চক্ষু শীতল করা আপডেট জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের পাঠানো আমানতগুলো দিয়ে নর্থ () "দেইর আল বেলাহতে" তে ৫টি তাবু ও একটি পানির কূপ ব্যবস্থা করা হয়েছে। জায়গা সংকুলান না হওয়াতে হয়তবা এক টা তাবুতে একাধিক পরিবার থাকবে। তপ্ত মরুভূমির ক্যাম্পে নির্যাতিত গাজাবাসীর জন্য কূপ থেকে ট্যাংকের মাধ্যমে দেয়া আরো একটা গুরুত্বপূর্ণ পানির প্রকল্প সম্পন্ন হলো। গৃহহীন এই মানুষদের জন্য পানির ছিল বড্ড অভাব। বহু কস্টে পানি আনতে হতো বহুদূর থেকে। এখন ক্যাম্পের পাশেই বসেছে ৫ হাজার লিটারের বিশাল পানির ট্যাংক। মোটরের সাহায্যে দূরের কূপ থেকে পানি এখন চলে আসছে একেবারে ক্যাম্পের পাশেই। সাব'আ সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে আশ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় গতকাল ৮ই জুলাই ২০২৪ ইং খান ইউনিসের আল মায়াউশিতে স্থাপিত হলো এই ৪র্থ পানির প্রকল্প। বর্তমানে সেখানে একটি সোলার সিস্টেম প্রয়োজন যেখান থেকে প্রায় ৭০ টি পরিবার উপকৃত হবে ইনশাআল্লাহ। সোলার সিস্টেমের খরচ পড়বে ৫০০০ ডলার। বিস্তারিত জানতে ও ডোনেশন পাঠাতে কমেন্ট বক্সের থাকা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন।