কমিউনিটি টিউবওয়েল প্রজেক্ট- (সেপ্টেম্বর-২০২৩)

কমিউনিটি টিউবওয়েল প্রজেক্ট- (সেপ্টেম্বর-২০২৩)


একটা দ্বীনদার পরিবার অনেকদিন যাবত অনেক কষ্ট করে আরেকজনের বাসায় গিয়ে পানি নিয়ে আসছিল। এমন ও হয়েছে অনেক সময় সেই বাসার টিউবওয়েল থেকে পানি আনতে পারতেন না বিভিন্ন সমস্যার কারণে। সমস্যা হচ্ছে এখানে প্রায় ৪-৫ টি পরিবার খাবার পানির জন্য সেই একটা পরিবারের উপর নির্ভরশীল ছিল আলহামদুলিল্লাহ আমাদের এক ডোনারের সহযোগিতায় সেই ৪-৫ টি পরিবারের জন্য নতুন এই কমিউনিটি টিউবওয়েল নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। নির্মাণ খরচ:১৯৫০০/= ১৭০ফিট ডিপ টিউবওয়েল WP-23-36 লোকেশন: হোসনাবাদ গ্রাম, জকিগঞ্জ, সিলেট