মিরাজ এবং মুজাহিদ দু'ভাই। ওরা দুজনেই জন্মান্ধ। তাদের বাবা দিনমজুর, হতদরিদ্র এই পরিবারে দুজন অন্ধ ছেলের ভবিষ্যৎ নিয়ে তাদের বাবা-মা অনেক চিন্তিত ছিল। গত বছর মিরাজকে মাদ্রাসায় ভর্তি করানো হয় এবং পরবর্তীতে মুজাহিদকেও একই মাদ্রাসায় দেওয়া হয়। বর্তমানে মিরাজ ১০পারা হেফজ্ সম্পূর্ণ করেছে এবং মুজাহিদও হিফয পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। শুনে শুনে তারা হেফজ্ করছে। তাদের উস্তাদ জানিয়েছেন তারা একটি আয়াত ২/১বার শুনলেই নির্ভুলভাবে মুখস্থ বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদেরকে দুনিয়ার চাকচিক্যতা দেখার সুযোগ দেননি তবে শুনে শুনে কুরআন হেফজ্ করার মহা নেয়ামত দান করেছেন মা শা আল্লাহ। তাদের দুই ভাইয়ের পড়াশোনার পরিপূর্ণ খরচ সাব'আ সানাবিল ফাউন্ডেশনের স্টুডেন্ট স্পন্সরশীপ প্রজেক্ট থেকে ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ।