আলহামদুলিল্লাহ, ১২ সেপ্টেম্বর সাব'আ সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রাক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাব'আ সানাবিলের কুড়িগ্রাম মারকাযে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহন করেন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২০০+ মক্তব সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২০২৪ সাল থেকে সম্পূর্ণ নতুনভাবে আমাদের মক্তব প্রজেক্ট শুরু করা হবে। যার প্রথম ধাপ এ আয়োজন। মক্তবের গুরুত্ব সম্পর্কে শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছি। অতীতের মত আপনারা আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আল্লাহ তায়ালা সকলের জন্য সহজ করুক। আমরা যে পরিকল্পনা অনুযায়ী মক্তব প্রজেক্ট সাজাতে চাচ্ছি আল্লাহ তায়ালা যেন সেটা কবুল করে নেয়। এর যাবতীয় জরুরত গুলো ব্যবস্থা করে দেয়। স্থান - সাব'আ সানাবিল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চাঁদের বাজার, ফুলবাড়ি, কুড়িগ্রাম #SabaSanabil #MoktobProject