স্বাবলম্বী প্রজেক্ট

স্বাবলম্বী প্রজেক্ট


তিন এতিমের ঘরে নতুন অতিথির আগমন হলো আলহামদুলিল্লাহ। বাবা মারা যাবার পরে বাচ্চা গুলো আর তাদের মা যাখন বাচ্চাদের মাদ্রাসার পড়ার খরচ, পরিবারের খরচ নিয়ে দুশ্চিন্তা করছিলেন তখন এক ভাই এই পরিবারটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। বাচ্চাদের মা আমাদের সরাসরি বললেন একটা গাভী হলে ভাল হত কারণ এর আগেও আমার গাই গরু পেলেছি৷ তাই আমাদের বন্যা পুনর্বাসন ফান্ড থেকে এই গাভীটি কিনে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ছোট ছেলেটি বেশ মেধাবী মনে হয়েছে। তাই তার মাদ্রাসার পড়ার খরচ ও একটা বৃত্তির ব্যবস্থার চেষ্টা চলছে। আল্লাহ সহজ করুক।