মরোক্কার ভাই বোনদের পাশে আমরা: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মরক্কোর ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৩হাজার। কিছু কিছু জায়গায় লাশ উদ্ধার করতে ব্যবহার করা হয়েছে কুকুর। আর কুকুররুপী ইসরাইল সহায়তা দেবার ঘোষণা করলে আমাদের ভাই বোনের নিজ গায়রত থেকে তাদের সহযোগিতার প্রয়োজন নেই হিসেবে প্রতিবাদ করেছে। আল্লাহ আমাদের এই ভাই বোনদের জন্য যথেষ্ট। কোন মুসলিমের বিপদ আসলে আল্লাহ অবশ্যই দেখেন কে বা কারা এই বিপদাগ্রস্ত ভাইদের বিপদে পাশে অবস্থান করেন। আমরা আমাদের ভাইদেরকে ভুলি নি। ইতিপূর্বে আমাদের ফাউন্ডেশন থেকে যেমন ফিলিস্থিনের ভাই বোনদের জন্য ফান্ডরেইজ করা হয়েছিল ঠিক এবার মরক্কোর ভাইদের জন্যও আমরা সহযোগিতার চেষ্টা করব ইন শা আল্লাহ। যারা এই কাফেলায় শরীক থাকতে চান তারা আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত নিচের একাউন্টগুলোতে সাদাকাহ পাঠাবেন ইন শা আল্লাহ। প্রজেক্ট কোড: DF58 01742-82-44-68 bKash personal 01742-82-44-68 Nagad personal 01742-82-44-68-7 Rocket personal Or, Bank: Islami Bank Bangladesh Ltd. A/C Name: ILM SHARE Current A/C No: 20506990100016807 Branch: Bhurungamari, Kurigram. Routing: 125490108 #নোট ১. এই প্রজেক্টে যত সাদাকাহ আসবে তা পৌছে দেয়া হবে one nation এর মাধ্যমে। এটি একটি uk based islamic charity organisation. এর আগেও আমরা এই প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। আমাদের জানামতে এরা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম। ২. যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা কমেন্ট বক্সে দেয়া লিনকে গিয়ে সরাসরি ডোনেট করে আসতে পারবেন। রেফারেন্স হিসেবে:saba sanabil Bangladesh লিখে দিতে পারেন। ৩. পোস্টটি শেয়ার করে রিচ বাড়াতে সহযোগিতা করুন।