আমাদের বৃত্তিপ্রাপ্ত এতিম ছাত্রদের সার্বিক অবস্থা মূল্যায়ন করতে গতকাল আমরা গিয়েছিলাম সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী একটি গ্রামে বেশ কয়েকজন এতিমের বাসায়। এই তিন জন তাদের মধ্যে এমনই এক এতিম পরিবার। গতবছর বন্যায় বাচ্চাগুলোর বাবা মারা যায়। সবচেয়ে ছোট ছেলেটি তখনও জন্ম হয় নি। এমনই এক কঠিন সময় Sab'a Sanabil Foundation এর মাধ্যমে এই এতিম ছেলে দুটির মাদ্রাসায় পড়ালেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয় সেই সাথে প্রায় চার মাস আগে একটা গাভী ও একটা বাচ্চা ৫৫হাজার টাকায় কিনে দেয়া হয় আলহামদুলিল্লাহ। এই দুটো গরুর বর্তমান মূল্য প্রায় ৭৫-৮০হাজার টাকা।