স্বাবলম্বী প্রজেক্ট

স্বাবলম্বী প্রজেক্ট


উত্তরা ১৩নাম্বার সেক্টর জামে মসজিদে যারা নিয়মিত নামাজ পড়েন তারা হয়তো এই চাচাকে দেখে থাকবেন। নামাজের সময় হলে চাচা তার রিক্সাটা রেখে নামাজের জন্য চলে আসেন। সম্প্রতি তিনি রিকশা ছেড়ে ভ্যান চালনা শুরু করেন। রিক্সাকে ভ্যানে কনভার্ট করে নিয়েছেন। কনভার্ট করতে চাচা বেশ অর্থ সংকটে পড়েন।