কর্যে হাসানা প্রজেক্ট

কর্যে হাসানা প্রজেক্ট


কর্যে হাসানা প্রজেক্ট থেকে এক ভাইকে এই অটোরিকশা টি কিনে দেয়া হয়েছিল। শর্তের মধ্যে উল্লেখ ছিল নিয়মিত ওয়াক্ত মত সালাত আদায় করতে হবে। যাত্রী থাকুক বা যাই হোক কোন অজুহাতেই সালাত বিলম্ব করা যাবে না। আলহামদুলিল্লাহ নিয়মিত ভাবেই আমরা এই ভাইকে এভাবে মসজিদে রিক্সা রেখে সালাত আদায় করতে দেখেছি।