আমাদেরই পরিচিত একভাই কিছুদিন পূর্বে ঈসায়ী খ্রিষ্টান ধর্ম গ্রহণ করার পর বিগত সফরে তার সাথে অনেক আলাপ করার পর এবং বুঝানোর পর তিনি আমাদের ঢাকার উত্তরা অফিসে আসতে রাজি হন এবং কালিমা পাঠ করে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গতকাল আলহামদুলিল্লাহ। তার কোর্ট অ্যাফিডেভিটের সমস্ত খরচ আমাদের "দাওয়াহ ফান্ড" থেকে।