ছবির এই ছেলেটির হাতে দুইটা বোতল দুইজন ছাত্রের। একটা বোতল একজন ছাত্র বাসা থেকে নিয়ে এসেছেন আর একটা স্কুলের টিউবওয়েল এর পানি। সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের বেশিরভাগ জায়গার পানিতে অতিরিক্ত আয়রন এরকম লাল হয় যা ছবিতে খুব ভাল বোঝা যাচ্ছে না। প্রতিটি পানির কলেই অতি উচ্চ মাত্রায় আয়রণ।