সাঙ্গু নদীর খরস্রোতের কারণে আমাদের বিতরণকারী টীম আজকে থানচিতে পৌঁছাতে পারেনি। সকাল ৮টা বান্দরবান সদর থেকে রওয়ানা হয়ে সন্ধ্যা পর্যন্ত একটানা ছুটেও থানচিতে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে থানচির কাছাকাছি বলিপাড়ায় ভাইয়েরা অবস্থান করছেন। আল্লাহ হেফাজত করুক। প্রজেক্টে অংশগ্রহণকারী সবাইকে কবুল করুক আমিন।