গাছ লাগানোর প্রজেক্ট

গাছ লাগানোর প্রজেক্ট


চাচার সাথে খুবই যত্নসহকারে চরের মাদ্রাসার ছাত্ররা মিলে বৃক্ষরোপণ করেছে মা শা আল্লাহ। এই মাদ্রাসায় পেয়ারা, কাঠাল, কমলা, মেওয়া, মাল্টা, ডালিম, লটকন এবং লিচু গাছ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় আমাদের DF-54 বৃক্ষরোপন প্রজেক্টের কার্যক্রম চলমান রয়েছে।