সাব'আ সানাবিল মসজিদে আত-তাওহীদ। নীলফামারির জলঢাকা উপজেলার বেরুবন্দে আমাদের এই মসজিদের অবস্থান। ২০২০সালের শেষের দিকে এই মাসজিদ নির্মাণ করা হয়েছে। এখানকার অধিকাংশ মানুষ হতদরিদ্র। একজন বোনের আর্থিক সহযোগিতায় এই মসজিদকে কেন্দ্র করে স্থানীয় দরিদ্র এবং মিসকিনদের মাঝে ছাগল কুরবানি করে একবেলা খাওয়ার আয়জন।