বিগত বছরের সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত ও জকিগঞ্জের কিছু অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে একটা এতিম পরিবারকে স্কুল ভ্যান, একজন দ্বায়ীকে অটোরিকশা এবং একজন দরিদ্র পরিবারকে কর্যে হাসানাহ ফান্ড থেকে একটা মিশুক কিনে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া সবাইকে নামায, পর্দা ও পরিবারে দ্বীন কায়েমের জন্য বিশেষ ।