Back Monthly Project Update

কুরবানি প্রজেক্ট ২০২৩

প্রতিবছর যখন আমার আপনার বাসায় কুরবানির পশু উপস্থিত হয়, বাসার শিশুরা আদর করে নতুন অতিথিটিকে ঠিক সে সময় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যারা কুরবানি করার সামর্থ্য রাখেনা, অনেক ছোট ছোট ছেলে মেয়ে যাদের বাবা মা মারা গেছেন, অনেক পরিবার যারা লোক লজ্জায় মানুষের কাছে যায় না তাদের মধ্যে অনেকে অপেক্ষা করে থাকে আমাদের মত একটা ছোট প্রতিষ্ঠানের ডোনারদের পক্ষ থেকে কুরবানীর পশুর আশায়। গত কয়েকদিন যাবত বেশ কয়েক জায়গা থেকে অনুরোধ আসছে ভাই আপনারা কি এবার ও আমাদের গ্রামে কুরবানী দিবেন। কিছু জায়গা থেকে অনেক সময় একই মানুষ একাধিকবার যোগাযোগ করে থাকে। সবাইকে বলে রেখেছি অপেক্ষায় থাকতে আর ঈদের ২-৩ দিন আগে যোগাযোগ করতে। এ মানুষগুলোকে সরাসরি না করতে কেমন যেন ইচ্ছা হয় না।। বিগত কয়েক বছর যারা আমাদের মাধ্যমে কোরবানি আদায় করেছেন তা জানেন কোরবানির প্রজেক্ট আমরা শুধু কুরবানী আদায় করি না সাথে এটাও চেষ্টা করি যেন অত্যন্ত এলাকায় এটা আমাদের পক্ষ থেকে একটা দাওয়াহর কাজ হতে পারে বিশেষ করে পাহাড়ী এলাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা আপনাদের দেয়া পশুগুলো কোরবানি করে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের সব সময় চেষ্টা থাকে যেন একদম প্রত্যন্ত এলাকা থেকে গরুগুলো কিনে স্বল্প খরচের মধ্যে আদায় করতে পারি যাতে করে যাদের বাজেট কম তারাও কোরবানি গুলো এরকম প্রত্যন্ত এলাকায় আদায় করে ফেলতে পারে। এছাড়া চাইলে অনেকে আছেন একাধিক কুরবানী করে থাকেন তাদের প্রতি অনুরোধ একাধিক কোরবানির ক্ষেত্রে অন্তত নওমুসলিম এলাকা কিংবা মিশনারি আক্রান্ত এলাকাগুলো তে এক অন্তত একটি নফল কোরবানীর জন্য বাজেট রাখতে পারেন ইনশাআল্লাহ। কুরবানি প্রজেক্টে ওয়াজিব ও নফল কুরবানী দিয়ে অংশ নিতে চাইলে নিচের একাউন্ট গুলোতে আগামী ৮ই জিলহজ্জ এর মধ্যে আপনার টাকা পাঠিয়ে দিন। #নোট এ বছরে আমাদের কুরবানী প্রজেক্টর প্যাকেজ: ১। একটা ছোট সাইজের গরু - ৬৩০০০/= ২। ছোট সাইজের গরুর প্রতি ভাগ- ৯০০০/- ৩। একটা মাঝারি সাইজের গরু - ৭৩৫০০/= ৪। একটা মাঝারি সাইজের গরুর প্রতি ভাগ- ১০৫০০/-. ৫। একটা বড় সাইজের গরু - ৮৪০০০/= ৬। একটা বড় সাইজের গরুর প্রতি ভাগ-১২০০০/- ৭। একটা মাঝারি সাইজের খাসি - ১৫০০০/=. ৮। একটা মাঝারি সাইজের ছাগল - ১২০০০/= ৯। একটা মাঝারি সাইজের ভেড়া - ১০০০০/= 01309-336883 (Bkash Personal) 01309-336883 (Nagad Personal) 01309-336883-8 (Rocket Personal) Or Islami Bank Bangladesh Ltd. A/C Name: Saba Sanabil Foundation A/C Number: 20507310100010403 Branch: Kalampur SME (Dhaka North) Or Dutch Bangla Bank Ltd. A/C Name: Sab-a-Sanabil A/C No: 294.110.000.5513 Branch: Lalmonirhat Routing: 090520466 #PayPal: sabasanabil.org@gmail.com এছাড়া উপরের একাউন্টগুলোতে যে কোন পরিমাণ নফল সাদাকা করতে পারবেন আমাদের কুরবানির ফান্ডে ইনশাআল্লাহ। নফল সাদাকাহ থেকেও দেশের বিভিন্ন প্রান্তে আপনার নফল কুরবানী আদায় করা হবে ইন শা আল্লাহ। নিয়মাবলী: - টাকা পাঠানোর পরে আমাদের পেইজের ইনবক্সে কোন নাম্বার থেকে কত টাকা পাঠিয়েছেন এবং কোন পশুর জন্য (ভাগে দিলে ভাগের সংখ্যা) সেটা উল্লেখ করে দেবেন। সেই সাথে আপনার মোবাইল নম্বরটিও ইনবক্সে দিয়ে দিবেন। প্রজেক্ট কোড DF53 উল্লেখ করে দিবেন মেসেজে। - টাকা পাঠানোর পরে আপনার পশুর টোকেন নাম্বারের জন্য মেসেজ দিয়ে রাখুন। এই মাসের ২৭ই জুলাই এর মধ্যে আপনাকে টোকেন দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। নফল সাদাকাহ পাঠালে টোকেন নম্বর লাগবে না। - ওয়াজিব কুরবানীর ক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদে টাকা পাঠালে চার্জ সহ টাকা পাঠাবেন ইন শা আল্লাহ। -সর্বোপরি আমাদের এই কুরবানীর প্রজেক্টে সবাইকে নিজ নিজ হালাল উপার্জন থেকে অংশগ্রহণের অনুরোধ করছি। #DF53

|| June, 2023