Back Monthly Project Update

ইলম শেয়ার প্রজেক্ট আপডেট।

আলহামদুলিল্লাহ আপনাদের দেয়া সাদাকাহ দিয়ে উপকারী ইলম প্রজেক্টের কার্যক্রম চলমান রয়েছে।আমাদের এ প্ল্যাটফর্মে বর্তমানে নিয়মিত ৫ জন শিক্ষক দারস প্রধান করতেছেন,আমাদের এই প্রজেক্টের অধীনে আল কুরআনের ভাষা শিক্ষা, হাদিস এবং তাফসীরের ক্লাসের পাশাপাশি সমসাময়িক বিষয়ের উপর উপকারী কনটেন্ট বানানো হচ্ছে, এবং সবার জন্যে বিনামূল্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে, এ প্রজেক্টের সকল ভিডিও কনটেন্ট আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ইলম শেয়ার পেইজ থেকে নিয়মিত প্রকাশ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা এ প্রজেক্টের সকল কার্যক্রমকে সদকায়ে জারিয়াহ হিসাবে কবুল করুন। আমীন

DF-13 || March, 2021