কুড়িগ্রামের আব্দুল হালিম ভাই, ছোটবেলায় থেকে এতিম। অনেক কষ্টে মাদ্রাসায় পড়েছেন এক সময় অন্য মানুষের বাড়িতে ও থেকেছেন। বিয়ে করার পরে উনাদের বাড়িতে থাকতে কষ্ট হচ্ছিল তাই অনেকদিন যাবত আমাদের অনুরোধ করেছিলেন উনার পরিবারের থাকার জন্য একটা ঘর তৈরি করে দিতে। আলহামদুলিল্লাহ DF-12 প্রজেক্টের অধীনে আপনাদের সহযোগিতায় ভায়ের জন্যে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।