Back Monthly Project Update

মসজিদ নির্মাণ প্রজেক্ট আপডেট।

রাঙ্গামাটির লংগুদু উপজেলার ভাইবোন ছড়ায় সাব আ সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করে দেয়া হয়েছে আলহামদুল্লিাহ । সকল প্রশংসা আল্লাহর যিনি আপনাদের সহযোগিতায় সল্প সমেয়ের মধ্যে কাজটি সম্পন্ন করার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমাদের মসজিদ প্রজেক্টের কোড অনুযায়ী এটার কোড দেয়া হয়েছে। MP-16 এবং মসজিদের নাম দেয়া হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাসজিদ। মসজিদটি নির্মানে টোটাল খরচ হয়েছে,২০,৬০০০(দুই লক্ষ ষাট হাজার টাকা) আল্লাহ তায়ালা এ মসজিদকে দ্বীনের দুর্গ হিসাবে কবুল করুন। আমীন

DF-11 || February, 2021