আমাদের দাওয়া প্রজেক্টের অধিনে ২০২০ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮২ টি ফান্ডরেইজিং প্রজেক্ট করা হয়েছে । DF-10 থেকে আমরা পুরো হিসেবটা গুছিয়ে রাখতে পেরেছি। প্রথম দিকে যেহেতু আমরা নতুন ছিলাম এবং কাজের পর্যাপ্ত লোক সংখ্যা না থাকার কারনে DF-01 থেকে DF-09 পর্যন্ত হিসাব টা মিসিং হয়েছে। যার কারণে DF-01 থেকে DF-09 পর্যন্ত হিসাব টা এখানে আসেনি। আমাদের দাওয়া সেন্টারের ফান্ডরেইজিং প্রজেক্ট কোড: DF-10 থেকে DF-82 পর্যন্ত মোট 40,144,405.00 (চার কোটি চৌদ্দ লক্ষ চার হাজার চারশত পাচ টাকা) সংগ্রহ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং যথা সময়ে প্রতিটি প্রজেক্টের টাকা নির্ধারিত প্রজেক্টে খরচ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আপনাদের সাদাকাহ কে কবুল করুন এবং সাব আা সানাবিল ফাউন্ডেশন কে অসহায় মানুষের সেবায় আরো বেশি নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন । পরবর্তী প্রজেক্ট গুলোর হিসাব পর্যায় ক্রমে আমাদের ওয়েব সাইটে আপলোড করা হবে ইনশাআল্লাহ। সবাইকে জাযকুমুল্লাহু খাইরান।