Back Monthly Project Update

শীতকালীন প্রজেক্ট আপডেট -২০২১ ।

আলহামদুল্লিাহ DF-10 এর অধিনে পার্বত্য খাগড়াছড়ি রাঙ্গামাটি ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য কার্পেট ও মাদ্রাসার বাচ্ছা এবং এলাকার শীতার্ত মানুষদের জন্য কম্বল ও হোডি কিনে দেয়া হয়েছে। এবং আমাদের টিম প্রত্যেকটি জায়গায় উপস্থিত হয়ে প্রতিটি মাদ্রাসা মসজিদে প্রয়োজন মুওয়াফিক বিতরণ করে দিয়ে আসছেন। আল্লাহ তায়ালা আপনাদের সাদাকাহ কে কবুল করুন।

DF-10 || January, 2021